আমি বেঁচে গেছি: দীঘি

ইউটিউবার তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তিনি জানান, বিয়ের পর তিনি 'বেঁচে গেছেন' এবং গুঞ্জন নিয়ে হাসাহাসি করেছেন

আমি বেঁচে গেছি:  দীঘি

ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জনে হাঁপিয়ে উঠেছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে শোনা গুঞ্জন সত্ত্বেও দুজনেই তা শুধুমাত্র বন্ধুত্ব হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু অবশেষে তৌহিদ আফ্রিদি বিয়ে করার মাধ্যমে সেই গুঞ্জনের সমাপ্তি ঘটিয়েছেন। দীঘি এই বিয়েকে কেন্দ্র করে তার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন, 'বিয়ে হওয়াতে আমি বেঁচে গেছি।'

তিনি বলেন, ‘বিয়ের পরপরই আমি আফ্রিদির সঙ্গে ফোনে কথা বলেছি। বললাম, “যাক বাবা, তুই আমাকে বাঁচাইছিস।” আফ্রিদিও জানায়, “আমি তোকে বাঁচাইনি, আমিও বাঁচছি।” কারণ, আমাদের বন্ধুত্ব নিয়ে অনেক কিছুই শোনা গিয়েছিল।’

এছাড়া দীঘি জানান, আফ্রিদির বিয়ের আনুষ্ঠানিকতা একেবারে হুট করেই শেষ হয়ে গেছে এবং তিনি বিয়ের পর জানতে পারেন যে, আফ্রিদি বাসায় ফিরে গেছেন। দীঘি বলেন, 'এটা অনেকটা এমন ছিল যে, মেয়ে দেখতে গিয়ে বিয়ে হয়ে গেছে।'

তবে, দীঘি আফ্রিদি এবং তার স্ত্রীর সম্পর্কের বিষয়ে আগেই জানতেন। 'আমি জানতাম আফ্রিদি এবং রামিসার প্রেমের সম্পর্ক ছিল, তাই যখন আমাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠত, তখন সেটা নিয়ে হাসাহাসি করতাম,' বলেছেন তিনি।

এরপর, ১৪ নভেম্বর সামাজিক মাধ্যমে আফ্রিদির বিয়ের ছবি ভাইরাল হলে, তিনি আনুষ্ঠানিকভাবে তার বিয়ের বিষয়টি জানান।