ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে গুরুত্বারোপ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে গুরুত্বারোপ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়ন সহজতর করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সাংস্কৃতিক বিপ্লবের সুপ্রিম কাউন্সিলের এক সভায় পেজেশকিয়ান এআই-এর বিভিন্ন দিক, বিদ্যমান চ্যালেঞ্জ, এবং এর বিকাশের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

বিশ্বব্যাপী শক্তিগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা উল্লেখ করে তিনি বলেন, ইরানে এআই উন্নয়নে কোনও ধরণের বিলম্ব হলে তা দেশের জন্য ক্ষতিকর এবং অপূরণীয় হতে পারে।

পেজেশকিয়ান বলেন, "আমাদের অবশ্যই এআই নিয়ে বিশ্বব্যাপী গৃহীত পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। একইসঙ্গে নীতি নির্ধারণ, আইন প্রণয়ন, চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।"

এছাড়া, বিজ্ঞান, প্রযুক্তি, এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতির ভাইস প্রেসিডেন্টকে বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র এবং সংসদের এআই বিশেষজ্ঞদের সাথে মিলে এর বিভিন্ন দিক নিয়ে গবেষণার নির্দেশ দেন তিনি।