কক্সবাজারের চকরিয়ায় প্রবাসী মোহাম্মদ ফোরকানের অপহরণ চেষ্টা এবং হামলা

কক্সবাজারের চকরিয়ায় প্রবাসী মোহাম্মদ ফোরকানের অপহরণ চেষ্টা এবং হামলা

কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক গতিরোধ করে মোহাম্মদ ফোরকান (৩৭) নামের এক প্রবাসীকে অপহরণের চেষ্টা ও বেধড়ক পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কোরালখালী এলাকার জাকারিয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে ইলিশিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে চকরিয়া বদরখালী সড়কের পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া লম্বা রাস্তার ওপর তিনি একটি ঘটনার সাক্ষী হন। সেখানে এক লোককে টানাহেঁচড়া করে মাইক্রোবাসে তুলে নিতে দেখা যায়। তখনই তিনি সাহারবিলের রামপুর স্টেশন এলাকায় থাকা তার ভাই কামাল উদ্দিনকে মোবাইল ফোনে জানান। এর পরে স্থানীয়রা সড়কে ব্যারিকেড দিয়ে অপহরণকারীদের বাধা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে দুর্বৃত্তরা ওয়াহেদুল ইসলাম (৩৫) নামের আরেক পথচারীকে চাপা দিয়ে তাদের ব্যবহৃত কালো রঙের টিআরএক্স মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১১-৬৪৯৩) গাড়িটি বদরখালীর দিকে নিয়ে যায়।

পরে বিক্ষুব্ধ জনতা গাড়িটির পেছন থেকে ধাওয়া করলে কিছুদূর সামনে গিয়ে চোয়ারফাড়ি বাজারের পুরাতন রাস্তায় গাড়িটি ফেলে পালিয়ে যায় অপহরণকারী দুর্বৃত্তরা। চকরিয়া থানার এসআই সাকিবের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করে। আহত প্রবাসী মোহাম্মদ ফোরকান ও ওয়াহেদুল ইসলামকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় শুক্রবার (১০ জানুয়ারি) প্রবাসী ফোরকানের বাবা জয়নাল আবেদীন (৬০) বাদী হয়ে চকরিয়া থানায় ৬ জন অজ্ঞাতনামা অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জয়নাল আবেদীন যুগান্তরকে বলেন, তার ছেলে দুবাইয়ে এসি মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রায় ২ মাস আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি একটি টমটম গাড়িতে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বর্ণিত স্থানে পৌঁছালে ৬ জন দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে একটি কালো টিআরএক্স মাইক্রোবাসে এসে তার ছেলের টমটম গাড়ির সামনে গতিরোধ করে। একপর্যায়ে তারা তার ছেলেকে অপহরণ করে নিয়ে যায় এবং টাকা, দুবাইয়ের দেরহাম, ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে পালিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করে এবং অপহরণকারী চক্রকে ধরতে কাজ শুরু করেছে।