কক্সবাজারে খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ড
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু কক্সবাজার সৈকতের সি-গাল পয়েন্টে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। নিহতের ভগিনী মো. ইউনুস আলী সেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ১৮/১৮-২০২৫)।
জানা গেছে, গোলাম রব্বানী টিপু খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের সুগন্ধা পয়েন্টে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার সময় টিপুকে গুলি করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্ত করতে কার্যত তদন্ত চলছে। আশঙ্কা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। বর্তমানে জেলা পুলিশের সহায়তায় র্যাব-১৫ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিপু কক্সবাজারে শেয়ার ভিত্তিতে চিংড়ি ঘেরের ব্যবসা করতেন এবং বিভিন্ন পর্যটন ব্যবসায় যুক্ত ছিলেন। কক্সবাজারে তার সখ্যতা ছিল বেশিরভাগ ব্যবসায়ীদের সঙ্গে। টিপুর হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সি-গাল পয়েন্টে নিয়ে তাকে গুলি করা হয় বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ঘটনার পর থেকেই টিপুর সঙ্গে হোটেল গোল্ডেন হিলে থাকা সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার এবং কক্সবাজারের এক যুবককে র্যাব-১৫ হেফাজতে নিয়ে তদন্ত চলছে। পুলিশের সূত্রে জানা গেছে, ওই যুবকের সঙ্গে রয়েছেন খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী রুমি, যার অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।