কুড়িগ্রামে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

কুড়িগ্রামে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বিষাদু চন্দ্র দাস (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ইমাম হোসেন নামের একটি সামাজিক মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করা একটি লেখা প্রচারিত হচ্ছিল। সেই লেখা ফেসবুকে শেয়ার করেন উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামের চিনিরাম দাসের ছেলে বিষাদু চন্দ্র দাস।

এই ঘটনাটি জানাজানি হলে এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েক দিন ধরে তারা বিক্ষোভ চালিয়ে অভিযুক্তের গ্রেফতার দাবি করেন। রোববার সকালে তারা রাজারহাটে সড়ক অবরোধ করেন এবং গ্রেফতারের আল্টিমেটাম দেন।

পুলিশ বিক্ষুব্ধ মুসল্লিদের অভিযুক্তকে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর পুলিশ সোমবার সকালে রংপুরে অভিযান চালিয়ে বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতার করে।

এই ঘটনায় মহুবর আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজারহাট থানায় মামলা দায়ের করেন। দুপুরে গ্রেফতারকৃত ব্যক্তিকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা জানান, ‘‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির মামলায় একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’’