খুসির খবর দিলেন : পরি
ঢালিউড অভিনেত্রী পরীমনির প্রথম টালিউড সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে ১৭ জানুয়ারি। দেবরাজ সিনহার পরিচালনায় এই থ্রিলার ঘরানার ছবিতে লাবণ্য চরিত্রে পরীমনি ও সোহম চক্রবর্তীর অভিনয়ে রয়েছে দারুণ চমক।
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি, শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই ছেলেমেয়েকে নিয়ে নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন। কাজের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। প্রতিনিয়ত নানা ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখছেন।
সম্প্রতি পরীমনি জানালেন তার নতুন কাজের খবর। আগামী নতুন বছর টালিউডে মুক্তি পেতে চলেছে তার প্রথম ছবি ‘ফেলুবক্সী’। শুক্রবার রাতে পরীমনি তার সহ-অভিনেতা সোহমের সঙ্গে ‘ফেলুবক্সী’ সিনেমার পোস্টার শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে তিনি জানান, আগামী ১৭ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।
সিনেমাটি নিয়ে পরীমনি বলেন, "লাবণ্য চরিত্রটি আমার মনে হয়েছে আমি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারব। সেই বিশ্বাস থেকেই কাজটি করেছি। দর্শকরাই বলতে পারবেন আমি কতটা সফল হয়েছি।"
দেবরাজ সিনহার পরিচালনায় নির্মিত এই থ্রিলার ঘরানার সিনেমায় লাবণ্য চরিত্রে দেখা যাবে পরীমনিকে। তার বিপরীতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মধুমিতা সরকার, শতাফ ফিগার এবং সৃজিত আয়ুষ্মান সরকার। ছবির সংগীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী।
‘ফেলুবক্সী’ নিয়ে ভক্তরা যেমন উত্তেজিত, তেমনই এই সিনেমা টালিউডে পরীমনির অভিষেককে ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।