জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়িতে হামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের গাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
সোমবার সন্ধ্যায় তাঁতিবাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে প্রক্টর এবং তার গাড়িচালক আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের মতে, ড. তাজাম্মুল হকের গাড়ি তাঁতিবাজার মোড় অতিক্রম করার সময় ৬০-৭০ জনের একটি দল গাড়িতে আক্রমণ চালায়।
প্রক্টর ড. তাজাম্মুল হক জানান, "তাঁতিবাজার মোড়ে আমাদের সামনের একটি রিকশাকে অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এর পরপরই স্থানীয়রা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই শতাধিক লোক জড়ো হয়ে আমার গাড়ির ড্রাইভারকে গাড়ি থেকে বের করে মারধর করে। আমি গাড়ি থেকে বের হলে আমার ওপরও হামলা চালায়। হামলাকারীরা বলছিল, ‘জগন্নাথের শিক্ষার্থীদের তো পেলাম না, শিক্ষকদের মেরে দিলাম।'"
উল্লেখ্য, সোমবার সকালে গুলিস্তানে লেগুনা চালকদের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ১৪টি লেগুনা আটকে রাখেন।
এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।