জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টরের ওপর হামলা: ৭২ ঘণ্টার আল্টিমেটাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের ওপর হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার (০৮ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত একটি মানববন্ধনে এই দাবি জানানো হয়।
শিক্ষকরা জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রক্টর স্যারের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশ থেকে বাস ও লেগুনা স্ট্যান্ড অপসারণ করতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলার মতো এ ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।