জেমস উডসের বাড়ি পুড়ে ছাই: ফিলিস্তিনের সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া

জেমস উডসের বাড়ি পুড়ে ছাই: ফিলিস্তিনের সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া

হলিউড অভিনেতা জেমস উডস, যিনি ইসরাইলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত, সাম্প্রতিক লস অ্যাঞ্জেলেস দাবানলে তার বিলাসবহুল ম্যানশন হারিয়ে এখন বাস্তুচ্যুত। সামাজিক মাধ্যমে তার কান্নার ভিডিও ছড়িয়ে পড়ার পর ফিলিস্তিনের সমর্থকরা তাকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

২০২৩ সালের ১৯ নভেম্বর উডস সামাজিক মাধ্যম এক্স-এ ফিলিস্তিনকে ইঙ্গিত করে বিতর্কিত একটি পোস্ট করেছিলেন: ‘কোন যুদ্ধবিরতি নয়, ছাড় নয়, ক্ষমা নয়’, সঙ্গে হ্যাশট্যাগ ‘তাদের সবাইকে মেরে ফেল’।

উডসের কান্নার ভিডিও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি লাইভ অনুষ্ঠানে ধারণ করা হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, "একদিন আপনি সুইমিং পুলে সাঁতার কাটছিলেন, আর পরের দিন সব শেষ হয়ে গেল।"

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ফিলিস্তিনপন্থিরা তার অতীত মন্তব্যকে স্মরণ করিয়ে দিয়ে কটাক্ষ করেন। তাদের বক্তব্য, ফিলিস্তিনিরা বছরের পর বছর ধরে ইসরাইলি আগ্রাসনে তাদের ভিটেমাটি হারিয়েছেন, অথচ উডসের নিজের ক্ষতি হবার পরই তিনি শোক প্রকাশ করছেন।

ফিলিস্তিনের কবি মুসাব আবু তোহা এক্স-এ উডসকে উদ্দেশ্য করে লিখেছেন, “তোমার কত বড় সাহস এখন টিভিতে গিয়ে কান্নাকাটি করছো?! আমার বাড়িতে বোমাবর্ষণের পর কোনো নিরাপদ আশ্রয় নেই। এখনও ধ্বংসাবশেষে ফিরতে পারিনি। তোমার বাড়ি তো দাবানলে পুড়েছে, কিন্তু আমাদের বাড়ি দখলদারদের হাতে।”

এছাড়া জলবায়ু পরিবর্তন নিয়ে উডসের সন্দেহবাদী অবস্থানের বিষয়টিও সমালোচকদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়। নেটিজেনরা উল্লেখ করেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দাবানলের কারণ হতে পারে, আর এটি নিয়ে উডসের অবস্থান ছিল উদাসীন।