টঙ্গী ইজতেমা সংঘর্ষ: সাদপন্থি নেতা শফিউল্লাহ দুই দিনের রিমান্ডে
গাজীপুরের টঙ্গী ইজতেমা মাঠে দুই গ্রুপের দ্বন্দ্বে তিনজন মুসল্লির মৃত্যু এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাদপন্থি নেতা শফিউল্লাহ (৪৬) কে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। রোববার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান যুগান্তরকে জানিয়েছেন, শনিবার রাতে শরীয়তপুর জেলার পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে শফিউল্লাহকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানায় আনা হয়।
শফিউল্লাহ শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি ঢাকা মুগদা বড় মসজিদের খতিব এবং সাদপন্থিদের নেতা হিসেবে পরিচিত।
মামলার বাদী পক্ষ, তাবলীগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান যুগান্তরকে জানিয়েছেন, শফিউল্লাহ মামলার নয় নম্বর আসামি। পুলিশ তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন মুসল্লি নিহত ও শতাধিক মুসল্লি আহত হন। এই ঘটনায় শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) পক্ষ থেকে সাদপন্থি ২৯ জন নামীয় ও শত শত অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়।
এছাড়া, মামলার পাঁচ নম্বর আসামি মুয়াজ বিন নূর ও ছয় নম্বর আসামি জিয়া বিন কাসিম ইতিমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন।