টেকনাফে ১৯ বনকর্মী অপহৃত, উদ্ধার অভিযান অব্যাহত

টেকনাফে ১৯ বনকর্মী অপহৃত, উদ্ধার অভিযান অব্যাহত

কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকার পাহাড়ি অঞ্চলে ১৯ জন বনকর্মীকে অস্ত্রধারীরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে জাদিমুড়ার পশ্চিম দিকের পাহাড়ে এ ঘটনা ঘটে।

অপহৃতদের মধ্যে রয়েছেন আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), এবং রফিক (৩৩)। বাকি দুইজনের নাম এখনও জানা যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বন বিভাগের অধীনে কাজ করা এই শ্রমিকরা পাহাড়ে কর্মরত অবস্থায় অপহৃত হন। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, "অপহরণের শিকার বন বিভাগের ১৯ জন শ্রমিককে উদ্ধারের প্রচেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থেকে অভিযান পরিচালনা করছে।"

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত অপহৃতদের উদ্ধার এবং পাহাড়ি এলাকাগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। টেকনাফের পাহাড়ি অঞ্চলগুলিতে অপরাধমূলক কার্যক্রমের দীর্ঘ ইতিহাস রয়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।