নাটক থেকে দূরে থাকা: রাফিয়াত রশিদ মিথিলার নতুন পথচলার গল্প

রাফিয়াত রশিদ মিথিলা জানিয়েছেন, গতানুগতিক গল্প ও চরিত্রের কারণে টেলিভিশন নাটকে কাজ করছেন না। ওটিটি ও সিনেমায় ভিন্নধারার চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

নাটক থেকে দূরে থাকা: রাফিয়াত রশিদ মিথিলার নতুন পথচলার গল্প

দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন নাটকের মাধ্যমে। এরপর কাজ করেছেন ওয়েব সিরিজ এবং সিনেমায়, শুধু বাংলাদেশেই নয়, কলকাতার সিনেমা ও ওয়েব সিরিজেও রয়েছে তার উপস্থিতি। তবে, বেশ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দেখা মিলছে না তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা জানালেন নাটক থেকে দূরে থাকার মূল কারণ।

মিথিলা জানান, গল্প ও চরিত্র পছন্দ না হওয়ার কারণে নাটকে কাজ করা থেকে বিরত রয়েছেন। তিনি বলেন, "গত চার বছর ধরে কোনো টেলিভিশন নাটকে কাজ করছি না। তবে, এর মানে এই নয় যে, নাটকে আর কখনও অভিনয় করব না। আসলে যে ধরনের চিত্রনাট্য পাচ্ছি, তা আমাকে আকর্ষণ করছে না। গল্পগুলো খুবই গতানুগতিক মনে হচ্ছে। এমন মনে হয় যে, একই ধরনের চরিত্রে এর আগেও অভিনয় করেছি। সেই কারণেই নাটকে কাজ করছি না।"

নতুন চ্যালেঞ্জের প্রতি আগ্রহ প্রকাশ করে মিথিলা বলেন, "টেলিভিশন নাটকে একই ধরনের চরিত্র বারবার করেছি—প্রেমের গল্পের নায়িকা বা পাশের বাসার মেয়ে। কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমায় আসার পর ভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করেছি। এটা আমার নিজস্ব সিদ্ধান্ত, যা নিজেকে নতুনভাবে আবিষ্কারের জন্য নিয়েছি।"

তার ওটিটি ও সিনেমার কাজের মধ্যে ‘কাজলরেখা’ সিনেমার কঙ্কন দাসী চরিত্র এবং ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজের শায়লা চরিত্র বিশেষভাবে উল্লেখযোগ্য। মিথিলা বলেন, "একজন অভিনয়শিল্পী হিসেবে নিজেকে বিভিন্ন চরিত্রে দেখতে চাই। সেই চেষ্টার অংশ হিসেবে ‘কাজলরেখা’ সিনেমায় কাজ করেছি। প্রথমে ভাবিনি, এই চরিত্র করতে পারব। কিন্তু শিল্পীর দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে, এটা করা উচিত। অন্যদিকে, শায়লা চরিত্রটি দর্শকরা অনেক প্রশংসা করেছেন। তারা ভাবতেও পারেননি, আমি এমন চরিত্রে কাজ করতে পারব।"

গত কয়েক মাস নতুন কোনো কাজে দেখা যায়নি মিথিলাকে। শুটিংয়ে ফিরতে তিনি কতটা প্রস্তুত, এ বিষয়ে বলেন, "দেশে সাম্প্রতিক কিছু পরিবর্তনের কারণে গত দুই-তিন মাস কেউ হয়তো কাজ নিয়ে খুব একটা ভাবেনি। তবে, এখন সিনেমা ও সিরিজ নিয়ে নতুন পরিকল্পনা শুরু হয়েছে। কয়েকজন নির্মাতার সঙ্গে আমারও কথা হয়েছে। আশা করছি, শিগগিরই আবার শুটিং সেটে ফিরব।"