নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু
![নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু](https://ajkalersongbad.com/uploads/images/202501/image_870x_6780feec02b04.webp)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন হলো গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ এবং এটি দিয়েই শুরু করতে হবে সংস্কার ও গণতান্ত্রিক আন্দোলন। শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, নির্বাচনই প্রথম সংস্কার এবং গণতান্ত্রিক আন্দোলনের মূল ভিত্তি। তিনি আশা প্রকাশ করেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে আগত বিএনপির নেতাকর্মীরা গত ১৬ বছর ধরে ফ্যাসিস্টবিরোধী ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তারা হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল, এবং বিশ্বব্যাংকের সামনে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।
আমীর খসরু বলেন, এসব নেতাকর্মীরা দেশে ফিরে দেখতে পাচ্ছেন তাদের আত্মীয়-স্বজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অনেকে ব্যবসা ও চাকরি হারিয়েছেন এবং পরিবারের সদস্যদের জীবনহানির শিকার হতে হয়েছে। এদের ত্যাগ আন্দোলনকে ত্বরান্বিত করেছে।
তিনি বলেন, গত ১৫-১৬ বছরের আন্দোলনে অনেক মানুষের ত্যাগ ও অবদান রয়েছে। সাম্প্রতিক আন্দোলনগুলোর পেছনে এই দীর্ঘ ত্যাগের ইতিহাস ভুলে গেলে চলবে না।