ন্যাশনাল সার্ভিস কর্মীদের ৬ দফা দাবীতে বরিশালে মানববন্ধন

ন্যাশনাল সার্ভিস কর্মীদের  ৬ দফা দাবীতে বরিশালে মানববন্ধন

ন্যাশনাল সার্ভিসে কর্মরত কর্মীদের বেতন-ভাতা ও মেয়াদ বৃদ্ধি সহ ৬ দফা দাবী আদায়ে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যান পরিষদ বরিশাল সদর উপজেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা শাখা ন্যাশনাল সার্ভিস একতা কল্যান পরিষদের সভাপতি মো. ইমরান হোসেন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের বরিশাল বিভাগের প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান স¤্রাট, সদর উপজেলা শাখা সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম মিন্টু, মাহামুদ হাসান, উন্মে হাবিবা হাসি, মো. জসিম উদ্দিন, মো. আল-শাহিন, আরিফ চৌধুরী ও সোনিয়া আক্তার প্রমুখ। বক্তারা ন্যাশনাল সার্ভিস কর্মীদের বেতন-ভাতা ও মেয়াদ বৃদ্ধি, নিয়মিত বেতন প্রদান, পদবী নির্ধারন, আলাদা ন্যাশনাল সার্ভিস অধিদপ্তর গঠন এবং ন্যাশনাল সার্ভিস জাতীয়করনের দাবী জানান।