পটুয়াখালীতে বিশ্ব এইডস দিবস উদযাপন

তালুকদার সোহাগ, পটুয়াখালী - র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে পটুয়াখালীতে বিশ্ব এইডস দিবস উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় “অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে স্বাস্থ্য বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক গুরে একই স্থানে শেষ হয়।
পরে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের সভা কক্ষে মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে মেডিকেল অফিসার ডাঃ ফাহিমা ইসলাম লিজা, ডাঃ শাকিল আহম্মেদ, ইউএনএফপি‘র ডাঃ কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ রাবেয়া ফেরদৌস রশমী, ডাঃ ইরশাত জাহান সেফাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগন বক্তব্য রাখেন।
What's Your Reaction?






