পাকিস্তান সরকার ও পিটিআইয়ের আলোচনার পথ সুগম : ইমরান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য সবুজ সংকেত দিয়েছেন। এতে সরকার ও পিটিআইয়ের মধ্যে আলোচনার অগ্রগতির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (৮ জানুয়ারি) আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে পিটিআই নেতাকর্মীদের বৈঠক হয়। বৈঠকের পর দলটি তাদের দাবি লিখিত আকারে সরকারের কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
দীর্ঘ প্রতীক্ষার পর পিটিআই নেতারা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম হন। এর আগে দলটি সরকারকে তৃতীয় দফা আলোচনার আগে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিতে চাপ দিচ্ছিল।
বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারিস্টার গহর আলী খান, আলী জাফর এবং শের আফজাল মারওয়াতসহ আরও কয়েকজন পিটিআই নেতা। তারা আদিয়ালা জেলের একটি আদালত কক্ষে ইমরান খানের সঙ্গে আলোচনায় মিলিত হন।
বৈঠকের পর ব্যারিস্টার গহর আলী খান জানান, ইমরান খান দলকে দুইটি প্রধান দাবি লিখিত আকারে উপস্থাপনের অনুমতি দিয়েছেন। তিনি বলেন, “খান সাহেব আমাদের অনুমতি দিয়েছেন এবং বলেছেন যে দাবিগুলো লিখিতভাবে দেওয়া উচিত। আমরা তা করব।”
এর আগে পিটিআই অভিযোগ করেছিল যে কারা কর্তৃপক্ষ তাদের ইমরান খানের সঙ্গে দেখা করার চেষ্টা বাধাগ্রস্ত করছে।
সরকার ও পিটিআইয়ের মধ্যে আলোচনার এ উদ্যোগ পাকিস্তানের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে নতুন আশার সঞ্চার করেছে