বরিশালে অভিযানে গিয়ে দুর্ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়ি
ফেনসিডিলবাহী প্রাইভেটকারকে ধাওয়া দিয়ে দুর্ঘটনায় পড়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলার বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রুহিতারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় অধিদপ্তরের সিপাই মেহেদি হাসান (৩২) ও মো. সানি (২৬) আহত হয়েছে। তাদের বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, অধিদপ্তরের ধাওয়া খেয়ে ফেনসিডিলসহ প্রাইভেটকার ফেলে পালিয়েছে কারবারিরা।
পুলিশ প্রাইভেটকারটি জব্দ করেছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের একটি দল ফেনসিডিলবাহী প্রাইভেটকার ধাওয়া করে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। ধাওয়া খেয়ে রাস্তার পাশে প্রাইভেটকার রেখে পালিয়ে যায় মাদক কারবারিরা। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রাইভেটকারটি জব্দ করে। এ সময় প্রাইভেটকার থেকে পাঁচটি কার্টন থেকে প্রায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ইশতিয়াক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাদা রঙয়ের একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণে ফেনসিডিলসহ পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে। খবর পেয়ে বাকেরগঞ্জের বরিশাল-পটুয়াখালী মহাসড়কে আমরা অবস্থান নিয়ে একটি সাদা রঙয়ের প্রাইভেটকারকে সিগনাল দেই। কিন্তু গাড়িটি সিগনাল অমান্য করে চলে গেলে তাদের ধাওয়া করি।
তিনি বলেন, আমাদের গাড়িটি সামনে এগিয়ে মাদক বহনকারী গাড়িটিকে থামানোর চেষ্টা করা হলে তখনই আমাদের পিকআপটি কৌশলে খাদে ফেলে দেয় প্রাইভেটকারের চালক। পরে ড্রাইভার বিষয়টি আমাদের জানালে সেখানে গিয়ে ওই গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি এদিকে, প্রাইভেটকারের সূত্র ধরে মাদক কারবারিদের সন্ধান মিলবে বলে দাবি করেছে পুলিশ।