"বাংলাদেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত : আক্রান্ত ৫
বাংলাদেশে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে রিওভাইরাস। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, পাঁচজন রোগীর নমুনায় এই ভাইরাস পাওয়া গেছে। তাদের কেউ গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগেননি এবং চিকিৎসার পর সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন জানান, সম্প্রতি নিপাহ ভাইরাসের মতো উপসর্গ দেখানো ৪৮ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়। তিনি বলেন, “এই ভাইরাস সাধারণত কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায় এবং এর উপসর্গে শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি এবং ডায়রিয়া অন্তর্ভুক্ত। গুরুতর ক্ষেত্রে এটি নিউমোনিয়া বা এনসেফালাইটিস সৃষ্টি করতে পারে।”
দেশে এই প্রথম রিওভাইরাসের উপস্থিতি হলেও এটি একটি সাধারণ ভাইরাস, যা বিশ্বব্যাপী ১৯৫০ সালে প্রথম শনাক্ত হয়। গবেষণায় জানা যায়, শীতকালীন সময়ে এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা যায়।