বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম সেশন দখলের চেষ্টা মিরাজের দলের
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত। হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যারিবীয় ব্যাটারদের চাপের মুখে শুরু। প্রথম সেশনে রান তুলতে হিমশিম খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে প্রথম ঘণ্টা কাজে লাগানোর পরিকল্পনা করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেই পরিকল্পনা অনুযায়ী হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন। যদিও প্রথম উইকেটের দেখা মেলেনি, তবে প্রথম ১০ ওভারে ক্যারিবীয় ব্যাটারদের হাত খুলে খেলতে দেননি তারা।
অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরু হয় ধীরগতিতে। শরিফুল ও হাসান প্রথম দুই ওভারই মেডেন দেন। তৃতীয় ওভারে রানের খাতা খুললেও স্বাগতিকরা এক রানের বেশি নিতে পারেনি। প্রথম ১০ ওভার শেষে স্বাগতিকরা কোনো উইকেট না হারিয়ে তুলেছে মাত্র ২২ রান।
অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ব্যাট করছেন খুবই মন্থর গতিতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ২৮ বলে করেছেন মাত্র ৪ রান। অপর ওপেনার মিকাইল লুইস তুলনামূলক দ্রুত ব্যাটিং করলেও তার রান ৩২ বলে ১৮।
এর আগে, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মিরাজ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই প্রথমবার টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।