বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। সাধারণ, করণিক ও আর্মোরার ট্রেডে আবেদন করুন। জেনে নিন আবেদনের যোগ্যতা, বয়স, প্রক্রিয়া ও সুযোগ-সুবিধা। আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০২৫।

বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস ২০২৫ সালে সৈনিক পদে পুরুষ প্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে সাধারণ (জিডি), করণিক, এবং আর্মোরার ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া এমওডিসি সদস্যদের সন্তানরাও আবেদন করার সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং চলবে আগামী ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

বয়স:

  • ১৬ মার্চ ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৭ থেকে ২৫ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শিক্ষাগত যোগ্যতা:

  1. সাধারণ ট্রেড (জিডি): এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০।
  2. করণিক ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০।
  3. আর্মোরার ট্রেড: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০।

অন্যান্য শারীরিক যোগ্যতা:

  • উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি (ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ৫ ফুট ৪ ইঞ্চি)।
  • ওজন: ৪৯.৯০ কেজি।
  • বুকের মাপ: স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফীত ৩২ ইঞ্চি।
  • চোখ: ৬/৬ দৃষ্টি এবং রঙ পার্থক্য করার ক্ষমতা থাকতে হবে।
  • সাঁতার: ন্যূনতম ৫০ মিটার সাঁতার জানলেই আবেদন করা যাবে।
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।

আবেদনের অযোগ্যতা:

সরকারি চাকরি থেকে বরখাস্ত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, অথবা সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।


আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা খুদে বার্তা ও অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন।

  1. প্রথম খুদে বার্তা:

    • মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে SOYOINIK লিখুন।
    • এরপর বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, পাসের সাল, জেলা কোড ও ট্রেড কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠান।
  2. পিন নম্বর পাওয়ার পর:

    • পিন নম্বর পেলে ৩০০ টাকা আবেদন ফি প্রদানের জন্য আরেকটি খুদে বার্তা পাঠাতে হবে।
  3. অনলাইন আবেদন:

    • ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগ ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে।
    • আবেদন ফরমে রঙিন ছবি আপলোড করতে হবে।
    • আবেদন ফরম পূরণের পর প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।

প্রবেশপত্র:
আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে আর প্রিন্ট করা যাবে না।


আবেদন ফি

  • মোট ফি: ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার জন্য ২০০ টাকা ও অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ১০০ টাকা)।

সুযোগ-সুবিধা

  • প্রশিক্ষণকালীন বেতন: প্রতি মাসে ৮,৮০০ টাকা।
  • প্রশিক্ষণ শেষে: যৌথ বাহিনীর নির্দেশিকা অনুযায়ী বেতন ও ভাতা।
  • পদোন্নতি: মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত উন্নতির সুযোগ।
  • বাসস্থান: সুসজ্জিত ও নিরাপদ পরিবেশে মানসম্মত বাসস্থান।
  • রেশন সুবিধা: ভর্তুকি মূল্যে রেশন।
  • চিকিৎসা সুবিধা: সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানের চিকিৎসার সুযোগ।