বাকৃবির শিক্ষার্থী অপহরণ ও নির্যাতন: তিনজন আটক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী সাজিদ হাসান (২০) অপহরণ এবং নির্যাতনের ঘটনায় তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী সাজিদ জানান, ৭ জানুয়ারি সন্ধ্যায় টিউশন শেষে নাফিজ আহম্মেদ জয় (১৯) তাকে আলিয়া মাদ্রাসা এলাকায় টিউশন সংক্রান্ত কাজে নিয়ে যায়। পরে ফুয়াদের বাসার ছাদে নিয়ে গিয়ে সেখানে সানজিদ আলম (১৯) এবং মুশফিকুর রহমান ফুয়াদ (১৫) উপস্থিত ছিলেন।
তারা সাজিদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে কিল-ঘুসি মেরে আহত করে। সাজিদের মানিব্যাগ থেকে ৫০০ টাকা এবং ডাচ-বাংলা ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেয়। পরে ছুরির ভয় দেখিয়ে কার্ডের পাসওয়ার্ড নেয় এবং তার বাবার কাছ থেকে ফোন করে মুক্তিপণের ২০ হাজার টাকা আদায় করে।
এ ছাড়া ভিসা কার্ড থেকে ১৯,৫০০ টাকা এবং বিকাশ থেকে ১৯,৮০০ টাকা উত্তোলন করে। অপহরণকারীরা সাজিদকে হুমকি দেয় যে ঘটনা জানালে তাকে হত্যা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম জানান, বিষয়টি জানার পর কোতোয়ালি থানাকে অবহিত করা হয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে এবং মুক্তিপণের ২৪ হাজার টাকা উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন:
নাফিজ আহম্মেদ জয় (১৯)
সানজিদ আলম (১৯)
মুশফিকুর রহমান ফুয়াদ (১৫)
প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, থানা এবং ডিবি পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া ছাত্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে।