বিপিএল ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে নাটকীয় ঘটনা: স্টেডিয়ামে টিকিট সংকট ও বিক্ষোভ
বাংলাদেশ প্রিমিয়র লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হয়েছে আজ দুপুর ১:৩০টায়, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও সাবেক চ্যাম্পিয়ন দুরন্ত রাজশাহী মুখোমুখি হয়েছে। রাজশাহী ১৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ম্যাচে নামলেও শেষ পর্যন্ত বিপাকে পড়ে। প্রথম সারির ব্যাটসম্যানদের দ্রুত বিদায়ের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং পাকিস্তানের তারকা পেস বোলার ফাহিম আশরাফের দুর্দান্ত ব্যাটিংয়ে ফরচুন বরিশাল ৩৫ বলের ৮৮ রানের বিধ্বংসী জুটিতে ১১ বল আগে জয়ের বন্দরে পৌঁছায়।
উদ্বোধনী ম্যাচের আগে নাটকীয় ঘটনা ঘটে। বিপিএল খেলা দেখতে আসা দর্শকরা টিকিট না পেয়ে বিক্ষুব্ধ হয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান গেট ভেঙে ফেলে। বিষয়টি শুরু হয়েছিল গত রবিবার, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিকিট কোথায় পাওয়া যাবে বা দাম কত তা জানায়নি। মিরপুর স্টেডিয়ামের টিকিট বুথে গিয়ে দর্শকরা জানতে পারেন যে, বুথ বন্ধ ছিল। এতে ক্ষুব্ধ হয়ে তারা স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন।
আজ সোমবার, টিকিটের সঠিক তথ্য জানাতে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি জারি করে, যেখানে টিকিটের দাম ২০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়। তবে উদ্বোধনী ম্যাচ শুরুর আগে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল গেটসহ বেশ কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন। এমনকি, খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।