বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে ৫৫ জন নিয়োগের সুযোগ
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে ৫৫ জনের জন্য চাকরির সুযোগ। অ্যাপ্রেন্টিস মেকানিক পদে নিয়োগসহ বিস্তারিত যোগ্যতা, শর্ত এবং আবেদন প্রক্রিয়া জানুন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুই ক্যাটাগরির পদে মোট ৫৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত
পদের নাম:
অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইন্টেন্যান্স)
- পদসংখ্যা: ৪০টি
- যোগ্যতা:
- বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ থাকতে হবে।
- চতুর্থ বিষয় ব্যতীত সব বিষয়ে এ+ (গ্রেড পয়েন্ট ৫.০০) বাধ্যতামূলক।
- ‘ও’ এবং ‘এ’ লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রে, সব বিষয়ে গড়ে ‘এ’ গ্রেড থাকতে হবে।
- কম্পিউটারে কাজ করার দক্ষতা আবশ্যক।
- বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমমানের সার্টিফিকেট বাংলাদেশি শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে গ্রহণ করতে হবে।
- জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
যোগ্য প্রার্থীদের নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।
বাকি পদের তথ্য এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত জানতে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ুন। প্রস্তুতি নিয়ে সময়মতো আবেদন জমা দিন।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৩৩৫ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১১ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।