ভারতের ‘অখণ্ড ভারত’ ম্যুরালের প্রতিবাদ জানাতে হবে সরকারকে: সিপিবি

জুন 3, 2023 - 00:58
জুন 4, 2023 - 01:06
 0  63
ভারতের ‘অখণ্ড ভারত’ ম্যুরালের প্রতিবাদ জানাতে হবে সরকারকে: সিপিবি
ভারতের নতুন সংসদ ভবনে ‘অখণ্ড ভারতের’ এই মানচিত্র বসানো হয়েছেছবি: এএনআই

ভারতের নতুন সংসদ ভবনে ম্যুরালের মাধ্যমে ফুটিয়ে তোলা ‘অখণ্ড ভারতের’ মানচিত্রে বাংলাদেশকে অঙ্গীভূত করার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সরকারকে অবিলম্বে আনুষ্ঠানিকভাবে এই ঘটনার প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছে দলটি।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি বলেছে, ভারত সরকার কর্তৃক স্থাপিত এই ম্যুরাল বাংলাদেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রতি অবমাননাকর দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।

ভারতের নতুন সংসদ ভবনে ম্যুরালের মাধ্যমে ‘অখণ্ড ভারতের’ এক মানচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সেই অখণ্ড ভারতের মধ্যে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমার রয়েছে। গত ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সংসদ ভবন উদ্বোধন করেন।

বিবৃতিতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) বলেন, ভারত সরকারের হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, আপত্তিকর এবং বিভ্রান্তিমূলক মানচিত্রের এই ম্যুরাল স্থাপনে সিপিবি তীব্র প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে অবিলম্বে এটি অপসারণের দাবি জানাচ্ছে। ভারতের ক্ষমতাসীন উগ্র সাম্প্রদায়িক ভাবাদর্শের বিজেপি সরকার তথাকথিত হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার পরিকল্পনাকে অগ্রসর করার জন্য এই অখণ্ড ভারতের মানচিত্রের ম্যুরাল স্থাপন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow