"যশস্বী জয়সওয়ালের আউট বিতর্কে আম্পায়ার শরফুদ্দৌলার সঠিক সিদ্ধান্তের পক্ষে স্নিকো উদ্ভাবকের মতামত
বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে মেলবোর্নে যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে তুমুল বিতর্ক চলছে। ভারতীয় গণমাধ্যম ও সমর্থকরা বাংলাদেশি তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের দেওয়া সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলেছেন। কিন্তু স্নিকো মিটার প্রযুক্তির উদ্ভাবক ওয়ারেন ব্রেনান জানিয়েছেন, আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক ছিল।
জয়সওয়াল ৮৪ রানে আউট হলে শুরু হয় বিতর্ক। কামিন্সের বলে শট খেলার সময় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েন তিনি। অনফিল্ড আম্পায়ার আউট না দিলে কামিন্স রিভিউ নেন। রিপ্লেতে স্নিকোতে কোনো পরিবর্তন দেখা না গেলেও তৃতীয় আম্পায়ার জয়সওয়ালকে আউট দেন।
এ বিষয়ে কোড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ব্রেনান বলেন, স্নিকো সবসময় হালকা সংস্পর্শ শনাক্ত করতে পারে না। তিনি ব্যাখ্যা করেন, “জয়সওয়ালের শটটি এমন এক পরিস্থিতি যেখানে শব্দ হয়নি। স্নিকো কোনো তরঙ্গ চিহ্ন দেখায়নি। তবে বলের দিক পরিবর্তন দেখে আম্পায়ার সিদ্ধান্ত দিয়েছেন।”
ব্রেনান আরও উল্লেখ করেন, হটস্পট প্রযুক্তি থাকলে এ ধরনের পরিস্থিতিতে আরও পরিষ্কার ধারণা পাওয়া যেত। তবে ২০১৩ সালের পর থেকে হটস্পট ব্যবহার বন্ধ রয়েছে, ফলে স্নিকোতেই নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয়।
যদিও ভারতীয় সমর্থক ও গণমাধ্যম এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছে, ব্রেনানের বক্তব্যে পরিষ্কার, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যেও যথাযথ ছিল।
উল্লেখ্য, মেলবোর্ন টেস্টে ভারত ১৮৪ রানে পরাজিত হয়। বিতর্কিত আউটটি এই হারের একটি উল্লেখযোগ্য অংশ হয়ে উঠেছে।