রাফি হত্যার বিচার দাবিতে নগরীতে মানববন্ধন

রাফি হত্যার বিচার দাবিতে নগরীতে মানববন্ধন

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে মাওলানা ভাষানী পাঠাগার এবং আলোকিত মুলাদী নামে দুটি সংগঠন। আলোকিত মুলাদীর জেলা আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, নবীন আহম্মেদ, মারুফ আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সারা দেশে অপরাধের সঠিক বিচার না পাওয়ায় দিন দিন এ ধরনের ঘটনা বাড়ছে। তাই রাফি হত্যার ঘটনায় জড়িতদের কঠোর বিচার দাবী করেন তারা। এ ছাড়া যে কোন নির্যাতনে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।