শকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে : ফয়েজ আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এএসএম ফয়েজ আহমেদ বলেছেন, “দেশকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। আমরা সবাই দেশের জন্য কাজ করব। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজেদের দুর্নীতিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করব।”
শুক্রবার গাজীপুরের টঙ্গী শালিকচূড়া ওয়েগা ফ্যাশনের রিসোর্টে দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সানাউল হক নীরু, মোস্তাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, আ ফ ম আমান উল্লাহ, আতিক হাসান, রাসেল আহমেদ, নাসরিন আক্তার, নিতা খন্দকার, কৌতুক অভিনেতা কাজল প্রমুখ।
দিনব্যাপী এই মিলন মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও বাহারি রঙের পিঠাপুলি খাওয়ার আয়োজন করা হয়।