শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফেরত চেয়ে বাকৃবিতে ছাত্রীদের বিক্ষোভ

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফেরত চেয়ে বাকৃবিতে ছাত্রীদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে "জুলাই ৩৬" করার সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রীরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হলের নাম বহাল রাখার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন এবং রাত ১টার দিকে হলে ফিরে যান।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭তম অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল ও ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম দেওয়া হয়েছে "জুলাই ৩৬ হল"।

শিক্ষার্থীরা দাবি করেন, এই নাম পরিবর্তন তাদের জন্য অপমানজনক এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত দ্রুত বাতিল করে হলের পুরোনো নাম বহাল রাখতে হবে। বিক্ষোভে তারা "মানি না মানব না", "দাবি মোদের একটাই, হলের নাম ফেরত চাই" স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রভোস্ট এবং প্রক্টোরিয়াল বডি তাদের অভিযোগ আমলে না নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মুনির হোসাইন শিক্ষার্থীদের অনুভূতিকে উপেক্ষা করে আপত্তিকর মন্তব্য করেছেন বলে তারা অভিযোগ করেন।

সহকারী প্রক্টরদ্বয় শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা এমন কোনো কথা বলেননি যা শিক্ষার্থীদের আঘাত করতে পারে। শিক্ষার্থীরা বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করেছে।

বিক্ষোভরত শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত দ্রুত বাতিলের দাবি জানিয়ে বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত কার্যকর না হওয়া পর্যন্ত পুরোনো নাম "বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল" বহাল রাখতে হবে।