শ্রীলংকায় কট্টরপন্থি বৌদ্ধ সন্ন্যাসীকে ৯ মাসের কারাদণ্ড
শ্রীলংকার একটি আদালত ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে কট্টরপন্থি বৌদ্ধ সন্ন্যাসী গালাগোদাত্তে জ্ঞানসারাকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত ২০১৬ সালের একটি মন্তব্যের জন্য তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করেন। রায়ে, পাশাপাশি ১৫০০ শ্রীলংকান রুপি জরিমানা করার নির্দেশ দেওয়া হয়। জরিমানার অর্থ না দিলে তাকে আরও এক মাস কারাবন্দী থাকতে হবে।
এটি শ্রীলংকায় বৌদ্ধ সন্ন্যাসীদের বিরুদ্ধে দেওয়া অন্যতম প্রথম সাজা। তবে এই ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটেছে, কারণ ২০১৯ সালে জ্ঞানসারা ছয় বছরের কারাদণ্ড পেয়েছিলেন, যা পরে রাষ্ট্রপতির ক্ষমায় মওকুফ করা হয়।
বিচারকের বক্তব্য অনুযায়ী, শ্রীলংকার সংবিধান অনুযায়ী, সব নাগরিক তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে ধর্মীয় অনুশীলন করতে পারবেন।
গালাগোদাত্তে জ্ঞানসারা গোতাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। তার শাসনামলে তিনি সিংহলি জাতীয়তাবাদী বৌদ্ধ দলের নেতৃত্বে ছিলেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য বিশেষ ট্রাস্কফোর্সের প্রধান ছিলেন।
তবে, ধর্মীয় সম্প্রীতির চেয়ে উসকানিমূলক বক্তব্য এবং বিদ্বেষমূলক কার্যকলাপে তার ভূমিকা বেশি প্রাধান্য পায় বলে অভিযোগ রয়েছে। গত বছর, মুসলিম সংখ্যালঘুদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্যের জন্য তাকে চার বছরের সাজা দেওয়া হয়েছিল, যদিও আপিলে তা বাতিল হয়ে যায়।
২০১৮ সালে, তাকে আদালত অবমাননার অভিযোগে ছয় বছরের সাজা দেওয়া হয়েছিল, যা পরে রাষ্ট্রপতির ক্ষমায় কমে ৯ মাসে পরিণত হয়।
বর্তমানে, নতুন সাজার বিরুদ্ধে তিনি আপিল করেছেন, তবে আপিলের চূড়ান্ত সিদ্ধান্তের আগে তার জামিন আবেদন নাকচ করে দেওয়া হয়েছে।