অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, মাজার, বাউল সংগীত বা কাওয়ালি গানের ওপর কোথাও কোনো হামলার ঘটনা ঘটলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি বলেন, “আমাদের অবস্থান একদম স্পষ্ট—এ বিষয়ে আমাদের সহিষ্ণুতা শূন্য।”
শুক্রবার সকালে গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চীন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফারুকী জানান, শিল্পকলা অ্যাকাডেমির পক্ষ থেকে প্রতি মাসে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের সংখ্যা বাড়ানো হচ্ছে। তিনি বলেন, “এই মাসে ১২টি সাধু মেলা অনুষ্ঠিত হয়েছে। আগামী মাসে আমরা এটি দ্বিগুণ করে ২৪টি মেলার আয়োজন করেছি। এটি আমাদের সরকারের একটি উদ্যোগ। পাশাপাশি বেসরকারি উদ্যোগেও এসব কার্যক্রম চলতে থাকবে।”
সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, “শিল্প ও সংস্কৃতির ব্যাপারে আমাদের সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমরা এ ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য বা আক্রমণ বরদাশত করব না।”
অনুষ্ঠানে তিনি নতুন বাংলাদেশের অগ্রগতিতে চীনকে আরও নিবিড় উন্নয়ন সহযোগী হিসেবে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।