সরকারি চাকরিতে ২০ হাজার নতুন নিয়োগ,
সরকারি চাকরিতে ২০ হাজার নতুন নিয়োগের ঘোষণা আসছে, যেখানে সব পদ কর্মকর্তা পর্যায়ের। নিয়োগ বিসিএস বা বিশেষ বিসিএস মাধ্যমে হবে, বিস্তারিত জানানো হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে।
সরকারি চাকরিতে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে ২০ হাজার নতুন নিয়োগের ঘোষণা আসছে।
আজ রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন নিয়োগগুলোতে সব পদই কর্মকর্তা পর্যায়ের। এসব নিয়োগ বিসিএস পরীক্ষার মাধ্যমে হবে নাকি বিশেষ বিসিএসের আওতায় সম্পন্ন করা হবে, তা দুপুরের প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্ভিস নিয়োগের বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।