সিলেট সীমান্তে বিজিবির অভিযান ; ১ কোটি টাকার চোরাই মালামাল জব্দ
সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক কোটি ছয় লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাটের বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট, তামাবিল এবং সংগ্রাম বিওপিসহ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাচালান করা ভারতীয় গরু, চিনি, গার্নিয়ার ক্রিম, সুপারি এবং মদসহ অন্যান্য পণ্য জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য এক কোটি ছয় লাখ ৬৯ হাজার টাকা। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।"