স্বৈরাচারের দোসরদের দলে প্রবেশে প্রতিরোধের হুঁশিয়ারি: ড. আসাদুজ্জামান রিপন

স্বৈরাচারের দোসরদের দলে প্রবেশে প্রতিরোধের হুঁশিয়ারি: ড. আসাদুজ্জামান রিপন

পতিত স্বৈরাচারের দোসরদের কোনো রাজনৈতিক দলে প্রবেশ করানোর চেষ্টা কিংবা নতুন দল গঠনের উদ্যোগ গ্রহণ করলে, তা প্রতিহত করার কঠোর ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে আয়োজিত বাংলাদেশ টুমোরো ফোরামের (বিটিএফ) এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সভার শিরোনাম ছিল ‘জুলাই-আন্দোলন ২০২৪: বৈষম্যহীন আগামীর বাংলাদেশ ও বিএনপির ৩১ দফা’।

ড. রিপন বলেন, "যারা নতুন দল গঠনের পরিকল্পনা করছেন এবং পতিত স্বৈরাচারের দোসরদের নিয়ে সেই দল গঠনের চেষ্টা করবেন, তাদেরকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে—বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। স্বৈরাচারের সহযোগীদের দলে নেওয়া হলে, সেই দলের বিরুদ্ধেও জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।"

তিনি আরও বলেন, "শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে। তার নেতৃত্বে এবং তার সহযোগীদের দ্বারা ঘটে যাওয়া হত্যা ও লুটপাটের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না। যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।"

বিএনপির এই নেতা অভিযোগ করেন, "আওয়ামী লীগ দিল্লিকে ম্যানেজ করেই দীর্ঘদিন ক্ষমতায় টিকে ছিল। তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং সম্পদ লুটপাট করেছে। সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হলো নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।"

বিটিএফ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক রাজ মাসুদ ফরহাদ। আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালেদা হাসান পাহীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন