হত্যার আসামি সাবেক ওসি শাহ আলম থানার হেফাজত থেকে পলাতক, রেড অ্যালার্ট জারি

হত্যার আসামি সাবেক ওসি শাহ আলম থানার হেফাজত থেকে পলাতক, রেড অ্যালার্ট জারি

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে গ্রেফতার হওয়ার পর পালিয়ে যাওয়া পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ সদর দপ্তর।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান শুক্রবার গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উত্তরা পূর্ব থানায় হেফাজতে থাকা সাবেক ওসি শাহ আলম পালিয়ে যান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যাসহ একাধিক মামলার আসামি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৮ জানুয়ারি শাহ আলমকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করার সময় কৌশলে পালিয়ে যান।

পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাসপেন্ড করা হয়েছে। শাহ আলমকে ধরতে পুলিশ সদর দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে। সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের বিভিন্ন ইউনিট তার খোঁজে অভিযান চালাচ্ছে।

উত্তরা পূর্ব থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, শাহ আলমকে ধরতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। দ্রুত তাকে গ্রেফতারের আশা প্রকাশ করেন তিনি।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছিল। তবে থানার হেফাজত থেকে পালিয়ে যাওয়ায় নতুন মামলা রুজু করা হয়েছে।