
তালুকদার সোহাগ, পটুয়াখালী– ইউনিসেফ এর সহযোগিতায় ও দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় কোভিড– ১৯ প্রতিরোধ প্রকল্পে ধর্মীয় নেতৃবৃন্দের দিনব্যাপী কর্মশালা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী আবুল হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জে, এইচ খান লেলিন এবং বিশেষ আলোচক ছিলেন, ফিশারী জামে মসজিদের ইমাম মূফতী মোঃ ফেরদাউস হক গাজী।
বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং উপজেলা ইমাম পরিষদের সভাপতি মূফতী মাওলানা মো. সাইদুর রহমান, কলাপাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ সুভাস চন্দ্র মিত্র, কলাপাড়া বৌদ্ধ বিহারের সভাপতি মংথেন ও কলাপাড়া চার্চচ এর পুরোহিত হেবল বৈদ্য।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। এর পর গিতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়।
সভায় বক্তরা ইউনিসেফ ও হাঙ্গার প্রজেক্টকে এমন মহৎ উদ্দোগের জন্য ধন্যবাদ জানান এবং নিজেদের স্থান থেকে সহযোগীতার আশ্রাস প্রদান করেন।
কর্মশালায় ৪ সম্প্রদায়ের প্রধানসহ ৩২জন প্রতিনিধি অংশ নেয়।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন সময়ের সংবাদে । আজই পাঠিয়ে দিন মেইলে -