
তালুকদার সোহাগ, পটুয়াখালী- ইউনিসেফ এর সহযোগিতায় ও দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে পটুয়াখালীতে কোভিড- ১৯ প্রতিরোধ প্রকল্পের জেলা পর্যায়ের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলার সকল ভলান্টিয়ারদের নিয়ে পিটিআই রোডস্থ এসডিএ ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী আবুল হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার বিভাগীয় সমম্বয়কারী মেহের আফরোজ মিতা ও প্রোগ্রাম অফিসার মাহাদী তানভীর।
সভায় করোনা প্রতিরোধে প্রকল্পের নানা বিষয় তুলে ধরে দীর্ঘ আলোচনা করা হয় এবং আগামী দিনগুলির কাজের পরিকল্পনা করা হয়। বিশেষ করে প্রতিটি উপজেলায় ৪৫টি করে উঠান বৈঠক ও ১২টি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ক্যাম্পেইন করার বিষয় বিস্তারিত ধারণা দেয়া হয়।
জেলা পর্যায়ের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় পটুয়াখালী সদর উপজেলাসহ মোট ৮টি উপজেলার ৩৪ জন ভলান্টিয়ার অংশ নেয়।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন সময়ের সংবাদে । আজই পাঠিয়ে দিন মেইলে -