
তালুকদার সোহাগ, পটুয়াখালী- পটুয়াখালীর রাঙ্গাবালীতে কোভিড–১৯ প্রতিরোধ প্রকল্পের করোনা ভাইরাস বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে কর্মশালা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফ এর সহযোগীতায় ও দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী আবুল হোসেন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলার ছোট বাইজদিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ মো. ফিরোজ, বাহেরচর লঞ্চঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. তোফাজ্জল হোসেন এবং উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ও সদর মন্দিরের পুরোহিত শ্রী রাধাকান্ত কর্মকার।
এ সময় বক্তারা ইউনিসেফ ও হাঙ্গার প্রজেক্টকে এমন মহৎ উদ্দোগের জন্য ধন্যবাদ জানান এবং নিজেদের স্থান থেকে সহযোগীতার আশ্রাস প্রদানসহ কোভিড ১৯ প্রতিরোধে করনীয় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
এছাড়া কোভিড–১৯ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইমাম ও পুরোহিতগণ তাদের নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে এ বিষয়ে আলোচনা করবেন বলে জানান। অপরদিকে সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌছানোসহ করোনা ভাইরাস সম্পর্কে সব ধরণের গুজব বা যে কোন ধরণের কুসংস্কার প্রতিরোধ বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়।
কর্মশালায় বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং দুই পুরোহিত ও এক সহকারী পুরোহিতসহ ৩২জন প্রতিনিধি অংশ নেয়।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন সময়ের সংবাদে । আজই পাঠিয়ে দিন মেইলে -