
তালুকদার সোহাগ, পটুয়াখালী- পটুয়াখালীর মির্জাগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধঃ ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মমসূচী স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগমমূহের সাথে টাউনহল মিটিং হয়েছে।
ইউনিসেফ এর সহযোগীতায় ও দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
হাঙ্গার প্রজেক্ট এর জেলা সমম্বয়কারী আবুল হোসেন তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ও রিসোস পারসন ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানভীর আহমেদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ঠ সাংবাদিক এ্যাড. মো. মজিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ফাতিমা-তুজ- যোহরা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবদুল হালিম সিকদার, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সুলতান মাহমুদ ও বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমান।
এ সময় শিক্ষক, সমাজ সেবক, স্বাস্থ্য কর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও হাঙ্গার প্রজেক্ট এর ভলান্টিয়ারগন উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন সময়ের সংবাদে । আজই পাঠিয়ে দিন মেইলে -