অলি আহমদ: রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগ্রহ ও অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা

অলি আহমদ: রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগ্রহ ও অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বাংলাদেশের সমকালীন রাজনীতি নিয়ে বরাবরই সক্রিয়। গত ৫ আগস্ট, পরবর্তী রাজনৈতিক ইস্যু নিয়ে তিনি একাধিক সংবাদমাধ্যমে মতামত প্রকাশ করেছেন। সম্প্রতি যুগান্তর ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি রাষ্ট্রের মঙ্গলের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশের মঙ্গলের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারি। কারণ, বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি কারও নেই। শহীদ জিয়ার সঙ্গে পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে আমার। তিনবার মন্ত্রী, ছয়বার সংসদ সদস্য হিসেবে কাজ করেছি। এই অভিজ্ঞতা এবং দক্ষতার ধারে কাছে বাংলাদেশে কেউ নেই।”

অলি আহমদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজের ধীরগতির সমালোচনা করেন। তিনি বলেন, “তাদের কাজ আরও দ্রুতগতিতে হওয়া উচিত ছিল। জনগণের আশা-আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল, যা তারা পূরণ করতে পারেনি।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার উচিত ছিল প্রতিটি মন্ত্রণালয়ের জন্য সুপরিকল্পিত রূপরেখা তৈরি করা। মন্ত্রীদের হাতে সেই রূপরেখা ধরিয়ে দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি। পোস্টিং এবং ক্যানসেল করতে দীর্ঘ সময় নেওয়া হচ্ছে, যা অত্যন্ত অদক্ষতার পরিচায়ক।”

তিনি কমিটিগুলোর কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে বলেন, “প্রথমে এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে একটি রূপরেখা তৈরি করা উচিত ছিল। এরপর সেই রূপরেখা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে মতামত সংগ্রহ করা যেত। এরপর দেশে কর্মশালা আয়োজন করে সার্বজনীন মতামত নেওয়া হতো। কিন্তু বর্তমান কমিটিগুলো তা না করে রাজনৈতিক দলগুলোর কাছে সরাসরি মন্তব্য চেয়ে সময় নষ্ট করেছে।