আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইবি সিআরসি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইবি সিআরসি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান

শামীমা রহমান, ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিআরসি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসি স্কুলের পরিচালক সাইফুল ইসলাম। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলা ভাষার প্রতি ভালোবাসা ফুটিয়ে তুলতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, “শিশুদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও আমরা শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম চালিয়ে যাব।”

সংগঠনের সভাপতি মো. ইমদাদুল হক বলেন, “সিআরসি সবসময় পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছে। আমরা চাই তারা যেন শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারে। এই আয়োজনের মাধ্যমে আমরা শিশুদের সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দিয়েছি।”

অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। আয়োজকরা জানান, সিআরসি সংগঠনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।