ইবিতে সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্কের নবীন বরণ

ইবিতে সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্কের নবীন বরণ

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্ক’—এর নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে নবীন সদস্যদের সামাজিক দায়বদ্ধতা ও মানবাধিকার রক্ষার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। আলোচনার মূল বিষয়বস্তু ছিল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধকরণ, শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ এবং নারী শিক্ষার্থীদের অধিকার রক্ষা।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল রাহাত, সাধারণ সম্পাদক সাগর আহমেদ শিবলু, সহ-সভাপতি রাসেল আহমেদ ও মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে হাবিবা সিগমা ও মারিয়ম আক্তার চৈতী, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ তাহমিদ, অর্থ সম্পাদক তানভীর আহমেদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক সাগর আহমেদ শিবলু নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা আজ থেকে একজন মানবাধিকার কর্মী। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।"

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল রাহাত বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংসহ শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটেছে, তা প্রতিরোধে সোচ্চার কাজ করছে। হ্যারেজমেন্টের শিকার শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে ও নিরাপদ ক্যাম্পাস গড়তে আমরা প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে চাই। ইতোমধ্যে আমরা শিক্ষার্থী নির্যাতন নিয়ে গবেষণা চালিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আট দফা সুপারিশ পেশ করেছি।”