বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেখতে মির্জা আব্বাসের লন্ডন সফর

বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেখতে মির্জা আব্বাসের লন্ডন সফর

লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মির্জা আব্বাস বলেন, "ম্যাডাম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন, তাই তাকে দেখতে এসেছি। এটি আমার দায়িত্ব।"

সংবাদ সম্মেলনে 'মাইনাস টু ফর্মুলা' নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, "'মাইনাস টু ফর্মুলা' অকার্যকর। যতই চেষ্টা হোক, এটি কখনো কার্যকর হবে না।"

লন্ডনে কতদিন থাকবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "ততদিন থাকব, যতদিন ম্যাডামের চিকিৎসার প্রয়োজন হবে।"