বড়াইগ্রামে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

বড়াইগ্রামে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বড়াইগ্রাম পৌরসভার রাজ্জাক মোড়ে এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্জাক মোড়ের বাস কাউন্টার ও সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে বড়াইগ্রাম পৌর যুবদলের সহ-সভাপতি রবিউল করিম রবি ও যুবদল নেতা সুরুজ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে সোহেল রানা, রহমত আলী, মমিন, ইমদাদুল হক ও মানিক আহত হন। আহতদের উদ্ধার করে স্বজনরা বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল অভিযোগ করে বলেন, "রবিউল করিম রবি আওয়ামী লীগের আত্মীয়স্বজন নিয়ে এলাকায় দখল ও চাঁদাবাজি করছিল। যুবদল নেতাকর্মীরা বাধা দিলে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের নিয়ে হামলা চালানো হয়।" তবে রবিউল করিম রবি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, "সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"