লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলা মামলার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলা মামলার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলার মামলায় মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি দাবি করে শ্রমিক নেতারা মানববন্ধনের আয়োজন করেছেন। শুক্রবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন:

জেলা বিএনপির সদস্য সচিব: সাহাবউদ্দিন সাবু

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম শাহীন

সিএনজি মালিক সমিতির সভাপতি: মনছুর আহমেদ

শ্রমিক ইউনিয়নের সভাপতি: নজরুল ইসলাম লিটন

শ্রমিক নেতা: সৌরভ হোসেন ভুলু, ফিরোজ মাহমুদ মিরজু, জাহাঙ্গীর আলম

দিন ও সময়: বুধবার, ১৫ জানুয়ারি দুপুর

প্রেক্ষাপট: অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ট্রাফিক পুলিশ অটোরিকশা আটকে চালককে হয়রানি করে।

পরিণতি: পুলিশ ও শ্রমিকদের বাকবিতণ্ডা থেকে মামলায় রূপ নেয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আবদুল মোন্নাফ জানান:

মামলায় ২০ জনের নাম উল্লেখসহ ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মামলা প্রত্যাহার: শ্রমিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।

মুক্তি: গ্রেফতারকৃত ১৬ জন শ্রমিককে অবিলম্বে মুক্তি দিতে হবে।

সমঝোতা: আগামি ১৯ জানুয়ারির মধ্যে সমস্যার সমাধান করতে হবে।

সমস্যার সমাধান না হলে শ্রমিক নেতারা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।