সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ থামাতে গিয়ে তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ

সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ থামাতে গিয়ে তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে গিয়ে রোববার রাতে চাপে পড়েন।

রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করছেন। এক ভিডিওতে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের শান্ত করতে বারবার অনুরোধ জানাচ্ছেন এবং বলেন, "একটা ছেলেও আসবা না।"

অন্য ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের মধ্য থেকে অনেকে তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া’, ‘ভুয়া স্লোগান দেন।

এক ভিডিওতে দ্রুত হাঁটার সময় তার হাত ধরে তাকে থামানোর চেষ্টা করছিলেন কয়েকজন শিক্ষার্থী।

ঘটনার পর থেকে গণমাধ্যমের কর্মীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও, বারবার তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে হাসনাত আব্দুল্লাহ শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু শিক্ষার্থী।