অসহায় ও দুস্থদের পাশে এমপি মুকুল

অসহায় ও দুস্থদের পাশে এমপি মুকুল

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি ব্যাক্তিগত অর্থায়নে ৪ হাজার পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করেন। করোনা ভাইরাস যখন সারাবিশ্বে মহামারি আকারে প্রকটভাবে রূপ নেয় বাংলাদেশ এর সংক্রামণ  রোধে পুুরো লকডাউনে যায়। 

 দুঃসময়ে কর্মহীন হয়ে পরা হতদরিদ্র ও দিনমজুর অসহায় মানুষদের পাশে দাড়ালেন অসহায় ও দুস্থদের পরম বন্ধু খ্যাত ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।

 লক ডাউন অবস্থার মধ্যেও ছুটে যান নির্বাচনী এলাকায় । আর ২ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী  গরীব অসহায় ৪ হাজার  (বোরহানউদ্দিনে ২ হাজার ও দৌলতখানে ২ হাজার) পরিবারের মধ্যে ব্যাক্তিগত তহবিল থেকে ১০ কেজি চাল,  ৫ কেজি আলু,  ২ কেজি মশারি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২টি গায়ে দেয়া সাবান, ২কেজি পিয়াঁজ, ১ কেজি লবন বিতরন করেন।

এ সময় এ খাদ্রসামগ্রীগুলো পেয়ে গরীব অসহায় মানুষগুলোর মুখে ফুটে উঠেছিলো তৃপ্তির হাসি, তারা যেনো এমপি মুকুলকে বারবারই তাদের পাশে পেতে চায়।