আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলর সফল করতে জাহিদ ফারুকের অনুসারীদের আনন্দ মিছিল

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলর সফল করতে জাহিদ ফারুকের অনুসারীদের আনন্দ মিছিল

আগামীকাল ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলর সফল করতে বরিশালে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ সহসভাপতি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি’র জাহিদ ফারুকের অনুসারীদের ব্যানারে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এই মিছিল অনুষ্ঠিত হয়। 

সকাল সাড়ে ১১টায় জিলা স্কুল মোড় থেকে একটি মিছিল শুরু করে জাহিদ ফারুকের অনুসারীরা। মিছিলটি সদর রোড, ফজলুল হক এভিনিউ হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ‘আওয়ামী লীগর সম্মেলন সফল হোক, সার্থক হোক, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ -সহ বিভিন্ন শ্লোগান দেয়া হয়। পরে নগর ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাহিদ ফারুকের ঘনিষ্ঠ সহোচর হিসেবে পরিচিত মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।

জানা গেছে, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বরিশাল মহানগর, জেলা এবং সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর, ডেলিগেট ও বিশেষ আমিন্ত্রিত অতিথিরা ২৩ ডিসেম্বর রাতে একটি লঞ্চ নিয়ে ঢাকায় যাবেন। জাহিদ ফারুকের অনুসারীরা যাবেন আলাদা বলয়ে সড়ক পথে। আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর ও বাবুগঞ্জের কাউন্সিলর, ডেলিগেট ও বিশেষ আমন্ত্রিত অতিথিরা যাবেন সড়ক পথে। হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজীরহাট ও মুলাদীর নেতৃবৃন্দ সহ সংশ্লিস্টরা নৌ পথে এবং বাকেরগঞ্জ উপজেলা নেতৃবৃন্দও আলাদা বলয়ে ঢাকা যাবেন সম্মেলনে অংশ নিতে। 

জেলা আওয়ামী লীগ লীগের ৮৯ জন কাউন্সিলর ছাড়াও ডেলিগেট ও বিশেষ আমন্ত্রিত ব্যক্তিগন সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস। অপরদিকে মহানগর থেকেও কাউন্সিলর, ডেলিগেট ও বিশেষ আমন্ত্রিত অতিথি সহ ২ শতাধিক মানুষ অংশ নেবে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর।