আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: ৯বছর পর ভারমুক্ত হতে যাচ্ছে আমতলী আওয়ামী লীগ

আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: ৯বছর পর ভারমুক্ত হতে যাচ্ছে আমতলী আওয়ামী লীগ

অবশেষে দীর্ঘ নয় বছর পরে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ ভারমুক্ত হতে চলছে। বেশ কয়েক বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওই গুরুত্বপূর্ণ পদ দুটি ভারপ্রাপ্ত দিয়ে পরিচালিত হয়ে আসছে।

(৩০ অক্টোবর) আমতলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব নিলে ভারমুক্ত হবে উপজেলা আওয়ামী লীগ।

আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৩ সালের ২৯ জানুয়ারী আমতলী সরকারী একে পাইলট হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মরহুম জিএম দেলওয়ারকে সভাপতি ও কুকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুদ্দিন আহম্মেদ ছজুকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি গঠিত হয়। এক বছর পরে ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দল মনোনিত প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গ করে প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করায় সাধারণ সম্পাদক পদ থেকে সামসুদ্দিন আহম্মেদ ছজুকে অব্যহতি দেয়া হয়। তখন থেকে ওই কমিটির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয় বরগুনা জেলা আওয়ামী লীগ। সেই থেকে তিনি এখনো ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

পরবর্তীতে ২০২০ সালের ৯ এপ্রিল (বৃহস্পতিবার) আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন মৃত্যুবরণ করায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ এমএ কাদের মিয়াকেও জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন। সেই থেকে আমতলী উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম ভারপ্রাপ্ত দিয়ে পরিচালিত হয়ে আসছে।

আগামীকাল (৩০ অক্টোবর) আমতলী উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে পৌর চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে। আমতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডঃ এমএ কাদের মিয়ার সভাপতিত্বে ওই সম্মেলন উদ্বোধন করবেন বরগুনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও অত্র আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডঃ দীরেন্দ্র নাথ শম্ভূ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগের দায়িত্বে) অ্যাডঃ মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সদস্য গোলাব রব্বানী চিনু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির উপস্থিত থাকবনে বলে নিশ্চিত করেছেন আমতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। তিনি আরো বলেন, সম্মেলন সফল করতে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহাজাদা আকন বলেন, দীর্ঘ নয় বছর পরে ত্রি- বার্ষিক সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের ভারমুক্ত হবে। ভবিষ্যৎতে দলকে শক্তিশালী করার জন্য ত্যাগী, যোগ্য ও হাইব্রীডমুক্ত আওয়ামী লীগের নতুন কমিটি উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানান।

উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতা- কর্মীদের প্রত্যাশা আগামী কালকের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগ যেমন ভারমুক্ত হবে, তেমনি শক্তিশালী কমিটির মাধ্যমে দলকে সুসংগঠিত করে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত করতে পারবে নেতৃবৃন্দের কাছে সেরকম কমিটি চাই।