আগৈলঝাড়ায় প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে দেশ ও জাতির অগ্রগতি কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৯ এপ্রিল  উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে আয়োজিত ইফতার মাহফিলে দেশ ও জাতির অগ্রগতি কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতার ভাগ্নে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি’র সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ইউএইচএএফপিও ডা. বখতিয়ার আল মামুন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আইয়ুব আলী মিয়া, মুক্তিযোদ্ধা অধ্যাপক (অব) লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, এসআই বেলায়েত হোসেন, মিজানুর রহমান মিমশু, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সকুল, কামরুজ্জামান সেরনিয়বাত আজাদ,  শ্রমিক লীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবদুল্লাহ লিটন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক তপন বসুসহ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক মন্ডলীর সদস্যগনসহ সকল সাংবাদিকবৃন্দ।

ইফতার মহফিলে দেশ ও জাতির অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া ও মেনাজাত পরিচালনা করেন উপজেলা নগড়বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আল আমীন।