‘আল্লাহু আকবার’-‘জয় শ্রী-রাম’ স্লোগান, কী হয়েছিল চৌকা সীমান্তে?

‘আল্লাহু আকবার’-‘জয় শ্রী-রাম’ স্লোগান, কী হয়েছিল চৌকা সীমান্তে?

বাংলাদেশ ও ভারতের চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সম্প্রতি উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুকদেবপুর এলাকায় বেড়া নির্মাণের কাজ শুরু হলে বাংলাদেশ অংশে শঙ্কা ও প্রতিবাদের সৃষ্টি হয়।

সোমবার (৮ জানুয়ারি) ভারতের বিএসএফ সুকদেবপুর এলাকায় বেড়া নির্মাণের পূর্বপ্রস্তুতি হিসেবে মাটি খোঁড়া শুরু করে। সীমান্তের ১২০০ গজের একটি অংশে বেড়া ছিল না। বিজিবি জানায়, দেড়শ গজের মধ্যে কাজ শুরুর নিয়ম অনুযায়ী পূর্বেই বাংলাদেশের অনুমতি নেওয়া প্রয়োজন ছিল।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, "এ ঘটনায় প্রথম দফায় পতাকা বৈঠক হলেও কাজ থামানো হয়নি। মঙ্গলবার ও বুধবার আবারও কাজ শুরু হলে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।"

ঘটনাস্থলে দুই দেশের সাধারণ মানুষও জড়ো হন। ভারতীয় অংশে "বন্দে মাতরম" ও "জয় শ্রীরাম" স্লোগান দেওয়া হয়, আর বাংলাদেশ অংশ থেকে "নারায়ে তাকবীর, আল্লাহু আকবার" স্লোগান শোনা যায়।

স্থানীয় সাংবাদিক মো. কাওসার আহমেদ জানান, ভারতীয় অংশে অস্ত্র হাতে মশকরা এবং বাংলাদেশে শঙ্কা ও উত্তেজনার মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

বাংলাদেশ-ভারত ১৯৭৫ সালের সীমান্ত নীতিমালা অনুযায়ী, সীমান্তের দেড়শ গজের মধ্যে অবকাঠামো নির্মাণের জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন। বিজিবি দাবি করে, বিএসএফের কাজের অনুমোদনের বিষয়ে ২০২১ সালে আপত্তি জানানো হয়েছিল, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি।

বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে আব্দুর রউফ বলেন, "বিএসএফ পুরনো অনুমোদনের কথা বললেও সঠিক নিয়ম মানেনি। জয়েন্ট সার্ভে বা সম্মতির বিষয়টি মীমাংসিত হয়নি।"

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সীমান্তে নির্মাণকাজ স্থগিত করা হয়। বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের আলোচনায় বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে পাঠানো হয়েছে। বিজিবি নিশ্চিত করেছে, উত্তেজনা প্রশমনের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে।